শুনছো!

শুনছো!

তসলিমা নাসরিন

শুনছো!

Books Pointer Iconতসলিমা নাসরিন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আমি তুমুল প্রেমে পড়েছি তোমার,

শুনছো, শুনতে পাচ্ছে!?

এমন প্রেমে অনেককাল আমি পড়িনি

এমন করে কেউ আমাকে অনেককাল আচ্ছত করে রাখেনি।

এমন করে আমার দিনগুলোর হাত পা রাতের পেটে সেঁধিয়ে যায়নি

এমন করে রাতগুলো ছটফট করে মরেনি!

গভীর ঘুম থেকে টেনে আমাকে তুমি বসিয়ে দিলে–

এভাবে কি হয় নাকি?

আমি হাত বাড়াবো আর এখন তোমাকে পাবো না, রাতের পর রাত পাবো না!

আমি ঘুমোব...

Loading...