রামদাস

রামদাস

জীবনানন্দ দাশ

রামদাস

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী১৯ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


যুগসন্ধিতে ভারত যখন সহসা তিমিরময়—

বীর সন্ন্যাসী গাহিয়া উঠিলে নব আলোকের জয়!

অনাগত এক আশার স্বপ্নে নিমিষে উঠিলে জাগি,

মাতিয়া উঠিলে দশের লাগিয়া, দেশ-দেবতার লাগি।

ওহে সাগ্নিক, প্রাণের অনলে জ্বালালে বিশাল শিখা,

যত মোহ মায়া ভ্রান্তি বেদনা নিরাশার কুহেলিকা

স্পর্শে তোমার, হে মহাজাতক, নিমেষে হইল ছাই!

সমাজের বুকে পাতিলে আসন, সংসারে নিলে ঠাই;

স...

Loading...