ভুত হয়ে দেখা দিল

ভুত হয়ে দেখা দিল

রবীন্দ্রনাথ ঠাকুর

ভুত হয়ে দেখা দিল

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ভুত হয়ে দেখা দিল

বড়ো কোলাব্যাঙ,

এক পা টেবিলে রাখে,

কাঁধে এক ঠ্যাঙ।

বনমালী খুড়ো বলে, —

“করো মোরে রক্ষে,

শীতল দেহটি তব

বুলিয়ো না বক্ষে।’

উত্তর দেয় না সে,

দেয় শুধু “ক্যাঙ’।



Loading...