ভাঙন

ভাঙন

রবীন্দ্রনাথ ঠাকুর

ভাঙন

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


কোন্‌ ভাঙনের পথে এলে

আমার সুপ্ত রাতে।

ভাঙল যা তাই ধন্য হল

নিঠুর চরণ-পাতে।

রাখব গেঁথে তারে

কমলমণির হারে,

দুলবে বুকে গোপন বেদনাতে।

সেতারখানি নিয়েছিলে

অনেক যতনভরে–

তার যবে তার ছিন্ন হল

ফেললে ভূমি-‘পরে।

নীরব তাহার গান

রইল তোমার দান–

ফাগুন-হাওয়ার ম...

Loading...