
বিষুব অরণ্যে জ্যোৎস্নার তল্লাসী আলোয়

নবারুণ ভট্টাচার্য
| নবারুণ ভট্টাচার্য | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশেষ নগরী১১ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কত অভিমানে বলি আমার কী-ই বা আসে যায়
বিষুব অরণ্যে যদি দপ করে জ্বলে ওঠে প্রজাপতি
যদি জোনাকিতে ঝলসায় লক্ষ্যমুগ্ধ স্নাইপারের চোখ
চাঁদমারি আকাশে ভাসে মেঘের শেষ যুদ্ধ শেষ ধোঁয়া
কাঁটালতা ছিঁড়ে এগিয়ে আসা কম্যাণ্ডোর মতো পিপাসায়
আমি তো জানি
আমার চেয়েও দ্বিগুণ ত্রিগুণ
কী দারুণ অভিমানে
রক্তাক্ত থাবা চাটতে চাটতে
দলিত মথিত প্যাস্থার