বিশ্বমামার ম্যাজিক

বিশ্বমামার ম্যাজিক

সুনীল গঙ্গোপাধ্যায়

বিশ্বমামার ম্যাজিক

Books Pointer Iconসুনীল গঙ্গোপাধ্যায়
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২২ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


বিশ্বমামা বললেন, আয়তো—রে নীলু আর বিলু। তোদের একটা ম্যাজিক দেখাই। কাছে আয়, কাছে আয়। হাত বাড়িয়ে দে। আমাদের বিশ্বমামা সারা বিশ্বে ঘুরে বেড়ান। কখন যে কোথায় থাকেন, তার ঠিক নেই। কখনো হনুলুলু, কখনো ম্যাডাগাস্কার। ওঁর নামের সঙ্গে স্বভাবটা বেশ মিলে গেছে। বিশ্বমামা নিজেই বলেন, জানিস, ছোটবেলায় আমি যখন খুব দুষ্টুমি করতাম, তখন বাবা আমাকে বকুনি দিয়ে বলতেন, ছেলে একেবারে বিশ্ববখাটে হয়েছ...

Loading...