
পলাতক

জীবনানন্দ দাশ
কারা অশ্বারোহী কবে ঊষাকালে এসে
হারায়ে গিয়েছে দূর সাঁঝে–নিরুদ্দেশে
না জানি কিসের খোঁজে কতকাল ধরি!
যৌবনের রক্ত মোর উঠিছে শিহরি
তাহাদেরই মতো আজ—তাই পলাতক
আসিয়াছি চুপে চুপে—আলোর পলক
নিভে যায় যেইখানে পশ্চিমের মেঘে,
যেইখানে মায়াবীর ইশারার বেগে
এলোমেলো ঢেউগুলো হয়ে গেছে। রাঙা
নারিকেল ছায়া ছুঁয়ে আধো ভাঙা ভাঙা
বাতাসের ব্যথা যায় বহি...