পরবাসী

পরবাসী

জীবনানন্দ দাশ

পরবাসী

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী১৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


যাহাদের পায়ে পায়ে চলে চলে জাগিয়াছে আঁকাবাঁকা চেনা পথগুলি

দিকে দিকে পড়ে আছে যাহাদের দেহমাটি—করোটির ধূলি,

যাহারা ভেনেছে ধান গান গেয়ে—খুঁটেছে পাখির মতো মিঠে খুদকুঁড়া,

যাহাদের কামনায় ইশারায় মাটি হল পানপাত্র, শষ্প হল সুরা!

ছুঁয়ে ছেনে বারবার এ ভাঁড়ার করে গেছে স্যাঁতসেঁতে ম্লান,

আনাচে-কানাচে আজও দুলিতেছে যাহাদের উড়ানি-পিরান,

যাদের দেহের ছায়া পাঁচিলের গ...

Loading...