দীপ্তি

দীপ্তি

জীবনানন্দ দাশ

দীপ্তি

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২২ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


তোমার নিকট থেকে

যত দুর দেশে

আমি চলে যাই

তত ভালো।

সময় কেবলই নিজ নিয়মের মতো–তবু কেউ

সময়স্রোতের ‘পরে সাঁকো

বেঁধে দিতে চায়;

ভেঙে যায়,

যত ভাঙে তত ভালো

যত স্রোত বয়ে যায়

সময়ের

সময়ের মতন নদীর

জলসিঁড়ি, নীপার, ওডার, রাইন, রেবা, কাবেরীর

তুমি তত বহে যা্‌

আমি তত বলে চলি,

তবুও কেহই কারু নয়।

আমরা জীবন...

Loading...