ডুবিবে না আশাতরি

ডুবিবে না আশাতরি

কাজী নজরুল ইসলাম

ডুবিবে না আশাতরি

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

তুমি ভাসাইলে আশাতরি, প্রভু, দুর্দিন ঘন ঝড়ে,

ততবার ঝড় থেমে যায়, তরি যতবার টলে পড়ে।

তুমি যে-তরির কাণ্ডারি তার ডুবিবার ভয় নাই,

তোমার আদেশে সে তরির দাঁড় বাহি, গুন টেনে যাই।

আসে বিরুদ্ধশক্তি ভীষণ প্রলয়-তুফান লয়ে

কাঁপে তরণির যাত্রীরা কেহ নিরাশায় কেহ ভয়ে।

নদীজল কাঁপে টলমল যেন আহত ফণীর ফণা,

দমকে অশনি চমকে দামিনী – ঝঞ্ঝার ঝঞ্ঝনা।

অন্ধ যামিনী, দেখিতে পাই...

Loading...