
জেলে গাঙে মাছ ধরিতে যায়

জসীম উদ্দীন
| জসীম উদ্দীন | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস১৩ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
জেলে গাঙে মাছ ধরিতে যায়,
পদ্মা নদীর উজান বাঁকে ছোট্ট ডিঙি নায়।
পদ্মা নদী কাটাল ভারী, চাক্কুতে যায় কাটা,
তারির পরে জেলের তরী করে উজান+ভাঁটা।
জলের উপর শ্যাওলা ভাসে, স্রোতের ফুলও ভাসে,
তারির পরে জেলের তরী ফুলেল পালে হাসে;
তারি সাথে ভাসায় জেলে ভাটীর সুরে গান,
জেলেনী তার হয়ত তাহার সাথেই ভেসে যান।
জেলে গাঙে মাছ ধরিতে যায়,
...