
কূলে

রবীন্দ্রনাথ ঠাকুর
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৫ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আমাদের এই নদীর কূলে
নাইকো স্নানের ঘাট ,
ধূধূ করে মাঠ ।
ভাঙা পাড়ির গায়ে শুধু
শালিখ লাখে লাখে
খোপের মধ্যে থাকে ।
সকালবেলা অরুণ আলো
পড়ে জলের ‘পরে ,
নৌকা চলে দু - একখানি
অলস বায়ু - ভরে ।
আঘাটাতে বসে রইলে ,
বেলা যাচ্ছে বয়ে...