এ মৃত্যু ছেদিতে হবে, এই ভয়জালে

এ মৃত্যু ছেদিতে হবে, এই ভয়জালে

রবীন্দ্রনাথ ঠাকুর

এ মৃত্যু ছেদিতে হবে, এই ভয়জালে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


এ মৃত্যু ছেদিতে হবে, এই ভয়জালে,

এই পুঞ্জপুঞ্জীভূত জড়ের জঞ্জালে,

মৃত আবর্জনা। ওরে, জাগিতেই হবে

এ দীপ্ত প্রভাতকালে, এ জাগ্রত ভবে

এই কর্মধামে। দুই নেত্র করি আঁধা

জ্ঞানে বাধা, কর্মে বাধা, গতিপথে বাধা,

আচারে বিচারে বাধা, করি দিয়া দূর

ধরিতে হইবে মুক্ত বিহঙ্গের সুর

আনন্দে উদার উচ্চ।

সমস্ত তিমির

ভেদ করি দেখিতে হইবে ঊর্দ্ধশির

<...
Loading...