আলেখ্য
রবীন্দ্রনাথ ঠাকুর
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
তোরে আমি রচিয়াছি রেখায় রেখায়
লেখনীয় নটনলেখায়।
নির্বাকের গুহা হতে আনিয়াছি
নিখিলের কাছাকাছি,
যে সংসারে হতেছে বিচার
নিন্দা-প্রশংসার।
এই আস্পর্ধার তরে
আছে কি নালিশ তোর রচয়িতা আমার উপরে।
অব্যক্ত ...