অবসাদ

অবসাদ

রবীন্দ্রনাথ ঠাকুর

অবসাদ

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


দয়াময়ি, বাণি, বীণাপাণি,

জাগাও — জাগাও, দেবি, উঠাও আমারে দীন হীন।

ঢালো এ হৃদয়মাঝে জ্বলন্ত অনলময় বল।

দিনে দিনে অবসাদে হইতেছি অবশ মলিন;

নির্জীব এ হৃদয়ের দাঁড়াবার নাই যেন বল।

নিদাঘ-তপন-শুষ্ক ম্রিয়মাণ লতার মতন

ক্রমে অবসন্ন হয়ে পড়িতেছি ভূমিতে লুটায়ে,

চারিদিকে চেয়ে দেখি শ্রান্ত আঁখি করি উন্মীলন —

বন্ধুহীন-প্রাণহীন-জনহীন মরু মরু মরু —

...

Loading...