অকর্মার বিভ্রাট

অকর্মার বিভ্রাট

রবীন্দ্রনাথ ঠাকুর

অকর্মার বিভ্রাট

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


লাঙল কাঁদিয়া বলে ছাড়ি দিয়ে গলা,

তুই কোথা হতে এলি ওরে ভাই ফলা?

যেদিন আমার সাথে তোরে দিল জুড়ি

সেই দিন হতে মোর মাথা-খোঁড়াখুঁড়ি।

ফলা কহে, ভালো ভাই, আমি যাই খসে,

দেখি তুমি কী আরামে থাক ঘরে ব’সে।

ফলাখানা টুটে গেল, হল্‌খানা তাই

খুশি হয়ে পড়ে থাকে, কোনো কর্ম নাই।

চাষা বলে, এ আপদ আর কেন রাখা,

এরে আজ চালা করে ধরাইব আখা।

হল্‌ বলে, ওর...

Loading...