
দৈনন্দিন

হুমায়ূন আহমেদ
বিক্ষোভ ক্রমেই দানা বাঁধতে লাগল। বিকেল প্রায় চারটে থেকে ট্রেন বন্ধ। আপ-এ দু-একটা গাড়ি চললেও, ডাউনে একটা গাড়িরও পাত্তা নেই। আদপে কোনও গাড়ি আসবে কি না, সে কথা কেউ বলতে পারছে না। আধ ঘণ্টা আগেও, ইস্টিশনের মাইকে মাঝে মাঝে ঘোষণা শোনা যাচ্ছিল, কয়েকটি ইস্টিশন আগে, ওভারহেড লাইনের তার কেটে নেওয়ায়, ডাউনের গাড়ি আসতে পারছে না। তার যোজনার কাজ নাকি আরম্ভ হয়েছে। হয়ে গেলেই নিয়মিত গাড়ি চলাচল শুরু ...