
কর্ণসুবর্ণর কড়ি

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৪ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
১
এই প্রাচীন প্রত্নস্থল থেকে ছাত্রছাত্রী আর মজুরদের দল চলে যাবার পরই জায়গাটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে। একাই এ জায়গাতে রয়ে গেছেন মানববাবু। আজ দশমী। কালই অবশ্য পুজোর ছুটি কাটিয়ে এখানে ফিরে আসবে সবাই।
জায়গাটাতে একলা দাঁড়িয়ে ছিলেন মানববাবু। চারদিকে যতদূর চোখ যায় অনাবাদি পতিত জমি। আর তারই মাঝে কচ্ছপের পিঠের মতো এই জায়গাটা। যার ভিতর থেকে বহু শতাব্দী ধরে মাটির নীচ...