
আঁধারে গোপন খেলা

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
ভূমিকা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে৷ হিটলারের জার্মান বাহিনী দখল করে নিচ্ছে একের পর এক ভূখণ্ড৷ জলে-স্থলে সর্বত্র যেন ফুয়োরারের বাহিনী অপ্রতিরোধ্য৷ বিশেষত সমুদ্রযুদ্ধে হিটলারের রণপোত আর সাবমেরিন হানা কাঁপন ধরাচ্ছে জার্মানির বিপক্ষে থাকা মিত্র- শক্তির বুকে, ইংল্যান্ডের বুকে৷ হিটলারের নৌবাহিনীর সাফল্যের প্রধান কারণ, তাদের সাংকেতিক সামরিক বার্ত...