
শিয়াল পণ্ডিত

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
| উপেন্দ্রকিশোর রায়চৌধুরী | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৫ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কুমির দেখলে, সে শিয়ালের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না। তখন ভাবলে, ‘ ও ঢের লেখাপড়া জানে, তাতেই খালি আমাকে ফাঁকি দেয়। আমি মূর্খ লোক, তাই তাকে আঁটতে পারি না।’ অনেকক্ষণ ভেবে কুমির ঠিক করল যে, নিজের সাতটা ছেলেকে শিয়ালের কাছে দিয়ে খুব করে লেখাপড়া শেখাতে হবে। তার পরের দিনই সে ছানা সাতটাকে সঙ্গে করে শিয়ালের বাড়ি গিয়ে উপস্থিত হল। শিয়াল তখন তার গর্তের ভিতর বসে কাঁকড়া খাচ্ছিল। কুমির এসে ডাকলে,...