
মেঘমেদুর বরষায়

বুদ্ধদেব গুহ
‘নদীপারের এই আষাঢ়ের প্রভাতখানি, নেরে ও মন নেরে, আপনপানে টানি৷’
এক একটি গানের কলি মনে এলেই সেই উদ্ভাসে আলোকিত হয়ে ওঠে অতীতের কত স্মৃতি, কত বৃষ্টিভেজা অনুষঙ্গ, কত উদাসী সিক্ত হাওয়ায় ভেসে আসা অনুভূতি৷
‘ছায়া ঘনাইছে বনে বনে গগনে গগনে ডাকে দেয়া৷’ গা শিরশির করে ওঠে সেই সব গানের পঙ্ক্তির কথা মনে পড়লে৷
বর্ষাকালের স্মৃতি রোমন্থন করতে গেলে কত জায়গার বর্ষার কথাই যে মনে আসে তা কী বলব৷ ক...