
মহিষাসুর

সুনীল গঙ্গোপাধ্যায়
একবার আমাদের গ্রামে একটা বাঘ এসেছিল। আসল বাঘ নয়, চিতাবাঘ। কিন্তু তখন তো আমি খুব ছোট, তাই সব জিনিসই বড়—বড় লাগত।
আমি অবশ্য বাঘটা চোখে দেখিনি, শুধু ডাক শুনেছিলুম একবার। সেই ডাক শুনেই মনে হয়েছিল, মস্ত বড় একটা বাঘ এসেছে, আমাদের গ্রামের সব মানুষকে খেয়ে ফেলবে।
প্রায় তিন দিন আমাদের বাড়ি থেকে বেরুতেই দেওয়া হয়নি। দরজা—জানলা সব বন্ধ। বাবা—কাকারা লাঠিসোঁটা নিয়ে পাহারা দ...