প্রথম কবি ও প্রথম কাব্য

প্রথম কবি ও প্রথম কাব্য

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

প্রথম কবি ও প্রথম কাব্য

Books Pointer Iconউপেন্দ্রকিশোর রায়চৌধুরী
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৫ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

তমসা নদীর ধারে বাল্মীকি মুনির তপোবন ছিল। দুধারে গভীর বন, তাহার মাঝখান দিয়া সুন্দর ছোট নদীটি কুলকুল করিয়া বহিতেছে। তাহার জল এতই পরিষ্কার যে তলার বালি অবধি স্পষ্ট দেখিতে পাওয়া যায়। একটুও কাদা নাই, একগাছিও শ্যাওলা নাই। কাচের মতো টলমল করিতেছে। বাল্মীকি নদীর ধারে বেড়াইতে আসিলেন, আর সেই নির্মল জল দেখিয়া তাঁহার মনে বড়ই সুখ হইল। সঙ্গে তাঁহার শিষ্য ভরদ্বাজ ছিলেন, তাঁহাকে তিনি বলিলেন, “দেখ ভরদ্বাজ,...