
কাঞ্চনের দুঃখ

সুনীল গঙ্গোপাধ্যায়
বাবা ডাকলেন, কাঞ্চন, এই কাগজটা নিয়ে যাও।
কাঞ্চনের কোনো সাড়া নেই।
কাঞ্চন, কাঞ্চন! বাবার গম্ভীর গলা গমগম করতে লাগলো, কিন্তু কোনো উত্তর এলো না। বাবা ইজি—চেয়ার থেকে উঠে দরজার কাছে এসে বললেন, রত্না, দ্যাখ তো, কাঞ্চন নিচে আছে কি না।
একটু খুঁজে এসে রত্না বললো, না, কাঞ্চন তো নিচে নেই। কোথায় গেলো?
কাঞ্চনকে বিষম ডাকাডাকি পড়ে গেলো। ঠাকুর, চাকর, ছোটকাকা...