
ইতিহাসের সবচেয়ে ক্ষমতাবান রানি...

সংগৃহীত বইসমূহ
| সংগৃহীত বইসমূহ | |
| ইতিহাস ও সংস্কৃতি |
পোষ্ট করেছেনমেঘ বালিকা০৬ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সাম্রাজ্যের কথা উঠলে অবধারিতভাবে আসে রাজা আর রানির কথা। বিশ্বে এমন কয়েকজন রানি ছিলেন, যাঁরা শুধু তাঁদের রূপের কারণে সমাদৃত নন। বরং তাঁরা অসীম সাহস ও শক্তিমত্তা দিয়ে নিজেদের সাম্রাজ্য চালিয়েছেন। কেউবা শাসক স্বামীর সমান্তরালে শাসনকাজে ভূমিকা রেখেছেন। সাহস, রাজনৈতিক সচেতনতা, নেতৃত্বের গুণ আর প্রভাবের জেরে প্রজন্মান্তরে স্মরণীয় হয়ে আছেন তাঁরা। তেমনই ১০ ক্...