Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
No results found
  • হোম
No results found
হাসান আজিজুল হক

@লেখক

(২ ফেব্রুয়ারি ১৯৩৯ – ১৫ নভেম্বর ২০২১)

হাসান আজিজুল হক ছিলেন বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ কথাসাহিত্যিক, যিনি তার গদ্যের দৃঢ়তা, মানবিক বোধ এবং সমাজবাস্তবতার সূক্ষ্ম চিত্রণে খ্যাত। তার লেখায় গ্রামীণ জীবন, বৈষম্য এবং অস্তিত্ব সংকটের প্রতিচ্ছবি স্পষ্টভাবে ফুটে ওঠে। তিনি পাঁচ দশকেরও বেশি সময় ধরে সাহিত্যচর্চা করেছেন।

✨ সাহিত্যকর্ম:

  1. ছোটগল্প: শকুন, জীবন ঘষে আগুন, ফেরা, সমুখে শান্তির পারাবার
  2. উপন্যাস: আগুনপাখি, সাবিত্রী উপাখ্যান, শিউলি

🎓 শিক্ষা ও কর্মজীবন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শনে স্নাতকোত্তর শেষ করে দীর্ঘ ৩১ বছর অধ্যাপনা করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ারে দায়িত্ব পালন করেন।

🏅 সম্মাননা:

বাংলা একাডেমি পুরস্কার (১৯৭০), একুশে পদক (১৯৯৯), স্বাধীনতা পুরস্কার (২০১৯) সহ বহু পুরস্কারে ভূষিত হন।

🏠 ব্যক্তিগত জীবন ও মৃত্যু:

রাজশাহীর 'উজান' নামক বাসভবনে তিনি স্ত্রী ও চার সন্তানসহ বসবাস করতেন। ২০২১ সালের ১৫ নভেম্বর মৃত্যুবরণ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাধিস্থ হন।

৩

বার পড়া হয়েছে

১

বইসমগ্র

বইসমূহ