Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
No results found
  • হোম
সৈয়দ ওয়ালীউল্লাহ

@লেখক

সংক্ষিপ্ত জীবনী: সৈয়দ ওয়ালীউল্লাহ্

সৈয়দ ওয়ালীউল্লাহ্ (১৫ আগস্ট ১৯২২ – ১০ অক্টোবর ১৯৭১) আধুনিক বাংলা কথাসাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি চট্টগ্রামের ষোলশহরে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন সরকারি কর্মকর্তা এবং পরিবারটি ছিল শিক্ষিত ও সংস্কৃতিমনস্ক। মাতার মৃত্যুর পর নানা পারিবারিক প্রেক্ষাপটে বড় হলেও তিনি সাহিত্যের প্রতি গভীর অনুরাগী ছিলেন।

শিক্ষাজীবনে কুড়িগ্রাম, ঢাকা ও ময়মনসিংহে পড়াশোনা করে বিএ ডিগ্রি অর্জন করেন। পরে কিছুদিন এমএ ক্লাসে পড়লেও শেষ করেননি। কর্মজীবনে সাংবাদিকতা ও পররাষ্ট্র দপ্তরের বিভিন্ন পদে কাজ করেন—বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্সে। ১৯৫৫ সালে ফরাসি নাগরিক আন-মারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তার সাহিত্যিক জীবন শুরু হয় ১৯৪০-এর দশকে। ১৯৪৮ সালে প্রকাশিত লালসালু উপন্যাসের মাধ্যমে তিনি সাহিত্য অঙ্গনে নিজস্ব ঘরানার জন্ম দেন। ইউরোপীয় আধুনিকতায় প্রভাবিত হলেও বাংলার মাটির গন্ধ তার লেখায় সুস্পষ্ট।

মুক্তিযুদ্ধের সময় তিনি প্রবাসে থেকেও বাংলাদেশের পক্ষে জনমত গঠনে সচেষ্ট ছিলেন। ফ্রান্সে বসবাসরত অবস্থায় ১৯৭১ সালের ১০ অক্টোবর মাত্র ৪৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি প্যারিসেই সমাহিত হন।

তিনি বাংলা সাহিত্যে বিশেষ অবদান রেখে গেছেন একজন প্রগতিশীল, গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন কথাসাহিত্যিক হিসেবে।

আপনি কি এর মধ্যে কোনো নির্দিষ্ট তথ্য আরও সংক্ষেপ করতে চান?

০

ফলোয়ার্স

২

বইসমগ্র

বইসমূহ
উপন্যাস
কাব্য ও কবিতা
নাটক
প্রবন্ধ রচনা
ছোটগল্প