• হোম

--> Loading...
  • Privacy PolicyTerms & Conditions
Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
  • হোম
সতীনাথ ভাদুড়ী

@লেখক

সতীনাথ ভাদুড়ীর সংক্ষিপ্ত জীবনী

সতীনাথ ভাদুড়ী (১৯০৬-১৯৬৫) ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক এবং স্বাধীনতা সংগ্রামী। তিনি 'ভারত ছাড়ো আন্দোলন'-এর সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে লেখা উপন্যাস 'জাগরী'-র জন্য বিখ্যাত। এই উপন্যাসের জন্য তিনি ১৯৫০ সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন।


প্রারম্ভিক জীবন ও শিক্ষা


তিনি অধুনা বিহারের পূর্ণিয়াতে জন্মগ্রহণ করেন। তার বাবা ইন্দুভূষণ ভাদুড়ী ছিলেন একজন বিখ্যাত উকিল। সতীনাথ ১৯২৪ সালে ম্যাট্রিক পাশ করেন এবং এরপর পাটনার সায়েন্স কলেজ থেকে আই.এস.সি এবং পাটনা ল কলেজ থেকে বি.এল. ডিগ্রি লাভ করেন। ১৯২৮ সালে তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর পাশ করেন। তিনি বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন।


কর্মজীবন ও সাহিত্যিক অবদান


পেশায় একজন আইনজীবী হলেও সতীনাথ ভাদুড়ী নানা সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দেন এবং কারাবরণও করেন। জেলে থাকাকালীন তার বিখ্যাত উপন্যাস 'জাগরী' লেখার প্রস্তুতি নেন, যা ১৯৪৫ সালে প্রকাশিত হয়। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল 'ঢোঁড়াই চরিত মানস', 'অচিন রাগিণী' এবং 'সত্যি ভ্রমণকাহিনী'। তিনি "চিত্রগুপ্ত" ছদ্মনামেও লিখতেন। রাজনৈতিক দলাদলির কারণে ১৯৪৭ সালে তিনি কংগ্রেস ত্যাগ করে সমাজতন্ত্রী দলে যোগ দেন। ১৯৬৫ সালের ৩০শে মার্চ মাত্র ৫৮ বছর বয়সে পূর্ণিয়াতেই তার জীবনাবসান ঘটে।

৮

বার পড়া হয়েছে

২

বইসমগ্র

OR
বইসমূহ
উপন্যাস