• হোম

--> Loading...
  • Privacy PolicyTerms & Conditions
Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
  • হোম
শক্তিপদ রাজগুরু

@লেখক

শক্তিপদ রাজগুরুর সংক্ষিপ্ত জীবনী

শক্তিপদ রাজগুরু পশ্চিমবঙ্গের বাঁকুড়ার গোপবান্দি গ্রামে ১৯২২ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা মণীন্দ্র নাথ মুর্শিদাবাদের একজন পোস্টমাস্টার ছিলেন, তাই তার শৈশব কেটেছে সেখানেই। তিনি পড়াশোনা করেছেন মুর্শিদাবাদের পাঁচথুপি টি এন ইন্সটিটিউশন স্কুল, বহরমপুর কৃষ্ণনাথ কলেজ ও কলকাতা রিপন কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন।

কলকাতায় বসবাস শুরু করার পর, কলকাতার সিঁথিতে তার বাড়ির সামনের রাস্তাটি তার নামে, শক্তিপদ রাজগুরু সরণি, রাখা হয়েছে। ছোটোবেলা থেকেই তার অসাধারণ স্মৃতিশক্তি ছিল। পড়াশোনার পাশাপাশি তিনি ভ্রমণ করতে খুব ভালোবাসতেন এবং প্রায়শই ছোটোনাগপুর ও দণ্ডকারণ্যের জঙ্গলে বেড়াতে যেতেন।

তিনি নিজে উদ্বাস্তু না হলেও উদ্বাস্তুদের জীবন নিয়ে লিখে খ্যাতি অর্জন করেন। তিনি তার বাবার চাকরির কারণে ছোটবেলায় বারবার স্থানান্তরিত হওয়ার অভিজ্ঞতাকে তার লেখায় ফুটিয়ে তুলেছেন, যেখানে তিনি অনুভব করেছেন যে কীভাবে একটি মানুষের পায়ের তলা থেকে মাটি সরে যায়।

৪৬

বার পড়া হয়েছে

১৯

বইসমগ্র

OR
পটলা সমগ্র

পটলা সমগ্র

শক্তিপদ রাজগুরু

পড়ুন