• হোম

--> Loading...
  • Privacy PolicyTerms & Conditions
Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
  • হোম
মীর মোশাররফ হোসেন

@লেখক

মীর মশাররফ হোসেন (১৩ নভেম্বর ১৮৪৭ – ১৯ ডিসেম্বর ১৯১২) ছিলেন একজন প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তার সবচেয়ে পরিচিত কাজ "বিষাদ সিন্ধু", যা কারবালার যুদ্ধের ওপর রচিত। তিনি কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার লেখায় আধুনিক মুসলিম বাংলা সাহিত্যের পথিকৃৎ হিসেবে পরিচিত।


শিক্ষা: তিনি কুষ্টিয়া, পদমদি এবং কৃষ্ণনগরের বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করেন।


কর্মজীবন: মীর মশাররফ হোসেন সাহিত্য, নাটক, প্রহসন, কাব্য ও প্রবন্ধ রচনা করে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ফরিদপুরের নবাব এস্টেটে চাকরি করেন এবং কিছু সময় কলকাতায় বসবাস করেন।


গো-জীবন প্রবন্ধ: ১৮৮৯ সালে তার "গো-জীবন" প্রবন্ধে গোরু কোরবানির বিষয়ে তার মতামত প্রকাশ করেন, যা বিতর্ক সৃষ্টি করে এবং তাকে কাফের ঘোষণা করা হয়।


বিবাহ ও মৃত্যু: ১৮ বছর বয়সে আজিজুন্নেসাকে বিয়ে করেন। ১৯১১ সালে দেলদুয়ার জমিদার এস্টেটে ম্যানেজার থাকাকালেই পরলোকগমন করেন এবং পদমদীতে দাফন হন।


তার নামে 'মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স' প্রতিষ্ঠিত হয়েছে।

৯৮

বার পড়া হয়েছে

৩

বইসমগ্র

OR
গোরাই ব্রীজ অথবা গৌরী সেতু

গোরাই ব্রীজ অথবা গৌরী সেতু

মীর মোশাররফ হোসেন

পড়ুন