@লেখক
মাহমুদুল হকের সংক্ষিপ্ত জীবনী
মাহমুদুল হক (১৬ নভেম্বর ১৯৪১ – ২১ জুলাই ২০০৮) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কথাশিল্পী, যিনি শব্দচয়ন ও লেখনশৈলীর অভিনব মুনশিয়ানার জন্য পরিচিত। তিনি ১৯৭৭ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।
তিনি ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতে জন্মগ্রহণ করেন। দেশভাগের পর পরিবারসহ ঢাকায় বসবাস শুরু করেন। শিক্ষাজীবন শুরু হয় বারাসাতের কালীকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে এবং পরে ঢাকার লালবাগের ওয়েস্ট এন্ড স্কুলে পড়াশোনা করেন। তবে প্রাতিষ্ঠানিক পড়ালেখায় আগ্রহ না থাকায় তা শেষ করেননি। কর্মজীবনে তিনি অনুবাদক, ব্যবসায়ী ও প্রকাশনা সংস্থার অংশীদার ছিলেন।
তার সাহিত্যিক পথচলার প্রেরণা জুগিয়েছিলেন শহীদ সাবের। লেখালেখির শুরুতেই তিনি 'রেড হর্নেট', 'অরণ্য বাসর' ও 'আমি সম্রাট' নামক ডিটেকটিভ ও রোমাঞ্চধর্মী উপন্যাস লিখেছিলেন। তবে মূলত তিনি পরিচিত হন পরিণত কথাসাহিত্যিক হিসেবে। ১৯৮৪ সালের পর তিনি লেখালেখি থেকে নিজেকে গুটিয়ে নেন।
বাংলা সাহিত্যে মাহমুদুল হকের স্থান এক অনন্য উচ্চতায়, বিশেষত তাঁর শক্তিশালী ভাষা ও বর্ণনার কারণে।
বার পড়া হয়েছে
বইসমগ্র