• হোম

--> Loading...
  • Privacy PolicyTerms & Conditions
Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
  • হোম
মহাদেব সাহা

@লেখক

মহাদেব সাহা বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সাহিত্যধারার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি তার কবিতার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র রোম্যান্টিক ও গীতিময় কাব্যধারার সৃষ্টি করেছেন। তাঁর কবিতায় তীব্র আবেগের ঘনীভূত প্রকাশ ও সহজ-সরল রূপকল্প পাঠকের মনে একধরনের মুগ্ধতার আবেশ তৈরি করে।

মহাদেব সাহার জন্ম ১৯৪৪ সালের ৫ আগস্ট, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে। পিতা গদাধর সাহা ছিলেন সাহিত্যানুরাগী; তাঁর বাড়িতে নিয়মিত মাসিক বসুমতী, দৈনিক লোকসেবক, বাই-উইকলি অমৃতবাজার পত্রিকা, কলকাতা থেকে পিএম বাগচী ও গুপ্তপ্রেসের পঞ্জিকা আসত। এসব পাঠপত্রের ছোঁয়ায় ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি অনুরাগ জন্মে মহাদেব সাহার। মাতা বিরাজমোহিনী সাহা ছিলেন একজন স্নেহময়ী মা, যিনি সন্তানের প্রতি ভালোবাসা দিয়ে সংসারকে আলোকিত করে তুলেছিলেন।

মহাদেব সাহা প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে বগুড়ার ধুনট হাইস্কুল থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। এরপর উচ্চমাধ্যমিকে তিনি প্রথমে ঢাকা কলেজে ভর্তি হলেও শারীরিক অসুস্থতার কারণে সেখানে বেশিদিন পড়তে পারেননি। পরে বগুড়ার আজিজুল হক কলেজ থেকে ১৯৬৪ সালে উচ্চমাধ্যমিক শেষ করেন এবং সেখানেই বাংলা সাহিত্য নিয়ে অনার্স ক্লাসে ভর্তি হন। ১৯৬৭ সালে অনার্স সম্পন্ন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেন।

পড়াশোনার পাশাপাশি তিনি কবিতা রচনায় মনোনিবেশ করেছিলেন। যদিও এমএ শেষ করে তিনি ইংরেজি বিষয়ে গবেষণায় মনোযোগী হয়েছিলেন, তবু কবিতার টানে সেই গবেষণা শেষ না করেই ঢাকায় চলে যান। ঢাকায় এসে ১৯৬৯ সালে সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগদান করেন। এই বছর থেকেই তাঁর কর্মজীবনের সূচনা ঘটে। পরে তিনি দীর্ঘদিন বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিকতা করে শেষ পর্যন্ত দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে অবসর গ্রহণ করেন।

কবি হিসেবে মহাদেব সাহা মূলত রোম্যান্টিক ঘরানার। প্রেম, প্রকৃতি, দেশ ও মানুষের মনের সূক্ষ্ম আবেগ তাঁর কবিতার মূল উপজীব্য। তাঁর কবিতার সুর সহজেই পাঠকের মনে দোলা দেয়। সেই কারণে তিনি শুধু কাব্যপ্রেমী পাঠকের নয়, সব ধরনের পাঠকের হৃদয় জয় করে নিয়েছেন।

২০১৬ সালে তিনি কানাডা প্রবাসী হন। দেশ থেকে দূরে থাকলেও কবিতা রচনার ধারাবাহিকতা থামিয়ে দেননি। তাঁর সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের অমূল্য ধন হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

৩১

বার পড়া হয়েছে

২২

বইসমগ্র

OR