• হোম

--> Loading...
  • Privacy PolicyTerms & Conditions
Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
  • হোম
বরেন গঙ্গোপাধ্যায়

@লেখক

বরেন গঙ্গোপাধ্যায় (৩ জানুয়ারি ১৯৩০ — ১২ ডিসেম্বর ২০০১) ছিলেন একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক, যিনি বিশেষভাবে খ্যাত ছিলেন তাঁর ছোটগল্প ও উপন্যাসের জন্য। সমাজের প্রান্তিক মানুষের জীবনযাপন, বিশেষত সুন্দরবনের বাস্তবতা, তাঁর সাহিত্যে অসাধারণভাবে উঠে এসেছে।

জন্ম ও শিক্ষা: বরেন গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন ঢাকার বিক্রমপুর জেলার কয়কীর্তন গ্রামে। শৈশবে গ্রামের পরিবেশে বেড়ে ওঠার পর, বিদ্যালয় শিক্ষা শেষে তিনি কলকাতায় পাড়ি জমান। সেখান থেকেই শুরু হয় তাঁর সাহিত্য ও জীবনজিজ্ঞাসার পথচলা।

শিক্ষকতা ও সাহিত্যজীবন: প্রথম জীবনে তিনি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং সুন্দরবনের একটি স্কুলে শিক্ষকতা করতে চলে যান। এই সময়েই তিনি ঘনিষ্ঠভাবে পরিচিত হন নিম্নবর্গের মানুষের জীবনসংগ্রামের সঙ্গে—যা পরবর্তীকালে তাঁর সাহিত্যে বারবার ফিরে এসেছে।

সাহিত্যকীর্তি: বরেন গঙ্গোপাধ্যায়ের গল্প ও উপন্যাসে সুন্দরবনের সমাজ, সংস্কৃতি ও বাস্তবতা গভীরভাবে ফুটে উঠেছে। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে:

বরেন গঙ্গোপাধ্যায় এর ছোটগল্প: তোপ,বজরা,কানি বোষ্টুমির গঙ্গাযাত্রা,কাক,বেস্পতির এক বাবু ছিল,সহবাস

বরেন গঙ্গোপাধ্যায় এর উপন্যাস: বনবিবির উপাখ্যান,বাগদা

সাংবাদিকতা ও সম্পাদনা: সাহিত্যচর্চার পাশাপাশি বরেন গঙ্গোপাধ্যায় সংবাদ প্রতিদিন-এ গ্রামীণ বাংলা বিষয়ক নিয়মিত ফিচার লিখতেন। তিনি কিছুদিন যুগান্তর পত্রিকার গ্রন্থবার্তা বিভাগে কাজ করেছেন এবং তিন বছর সম্পাদনা করেছেন কলেজ স্ট্রিট পত্রিকা। এছাড়াও তিনি গল্প বিচিত্রা নামে একটি সাহিত্যপত্রিকা সম্পাদনা করেন।

ভ্রমণ ও অন্যান্য রচনা: পাহাড়ে ঘুরে বেড়ানো ছিল তাঁর অন্যতম শখ, এবং সেই ভ্রমণ অভিজ্ঞতা তিনি পরিণত করেছেন মনোমুগ্ধকর ভ্রমণকাহিনীতে। সাহিত্য, শিক্ষকতা ও সাংবাদিকতা—তিনটি ক্ষেত্রেই তিনি রেখেছেন সমান পারদর্শিতার ছাপ।

সম্মান ও স্বীকৃতি

১৯৭৬ সালে শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর তিনি পূর্ণদস্ত লেখালেখিতে মনোনিবেশ করেন। ২০০১ সালে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি তাঁর সাহিত্যকর্মের জন্য তাঁকে সংবর্ধনা প্রদান করে, যা ছিল তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

১

বার পড়া হয়েছে

২

বইসমগ্র

OR
বইসমূহ