@লেখক
প্রবোধকুমার সান্যালের সংক্ষিপ্ত জীবনী
প্রবোধকুমার সান্যাল (১৯০৫-১৯৮৩) ছিলেন কল্লোল যুগের একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক, সাংবাদিক এবং পরিব্রাজক। তার লেখায় দুই বিশ্বযুদ্ধ, জাতীয় আন্দোলন ও দেশভাগের প্রভাব দেখা যায়।
তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন এবং অল্প বয়সে পিতৃহীন হয়ে মাতুলালয়ে বড় হন। কলকাতার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল ও সিটি কলেজে তার শিক্ষা জীবন সম্পন্ন হয়। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে তিনি কারাবরণ করেন। জীবিকার জন্য তিনি সেনাবাহিনী, ডাক বিভাগ ও ছাপাখানা সহ বিভিন্ন পেশায় কাজ করেছেন।
১৯২৮ সালে তার প্রথম উপন্যাস 'যাযাবর' প্রকাশিত হয়। 'মহাপ্রস্থানের পথে' তার এক বিখ্যাত ভ্রমণকাহিনী, যা ১৯৩২ সালের হিমালয় ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখার ভূয়সী প্রশংসা করেছিলেন। প্রবোধকুমার সান্যাল এশিয়া, ইউরোপ, আমেরিকা ও রাশিয়ার বহু অঞ্চলে ভ্রমণ করেন এবং তার বিপুল অভিজ্ঞতা থেকে একাধিক ভ্রমণকাহিনী লিখেছেন। তার বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে 'দেবতাত্মা হিমালয়', 'নদ ও নদী' এবং 'শ্যামলীর স্বপ্ন'। তার লেখা অনেক গল্প ও উপন্যাস থেকে সফল চলচ্চিত্রও নির্মিত হয়েছে, যেমন 'কাঁচ কাটা হীরে' এবং 'মহাপ্রস্থানের পথে'।
তিনি বিভিন্ন পত্রিকা যেমন 'কল্লোল', 'বিজলী', এবং 'স্বদেশ'-এ নিয়মিত লিখতেন এবং কয়েকটি পত্রিকার সম্পাদনাও করেছেন। সাংবাদিকতার জন্য তিনি একবার রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।
বার পড়া হয়েছে
বইসমগ্র