@লেখক
নরেন্দ্রনাথ মিত্র (৩০ জানুয়ারি ১৯১৬ – ১৪ সেপ্টেম্বর ১৯৭৫) বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ভঙ্গা হাইস্কুল, রাজেন্দ্র কলেজ এবং বঙ্গবাসী কলেজ থেকে শিক্ষাগ্রহণ করেন। ছোটবেলা থেকেই লেখালেখি শুরু করেন। তাঁর প্রথম মুদ্রিত কবিতা মূক ও গল্প মৃত্যু ও জীবন প্রকাশিত হয় ১৯৩৬ সালে 'দেশ' পত্রিকায়।
প্রথম কাব্যগ্রন্থ জোনাকি (১৩৪৫ বঙ্গাব্দ), প্রথম গল্পসংগ্রহ অসমতল (১৩৫২ বঙ্গাব্দ), এবং প্রথম উপন্যাস দীপপুঞ্জ (১৩৫৩ বঙ্গাব্দ)। তিনি প্রায় পাঁচশোর বেশি গল্প ও আটত্রিশটি উপন্যাস রচনা করেন। উল্লেখযোগ্য উপন্যাস: চেনামহল, তিন দিন তিন রাত্রি, সূর্যসাক্ষী ইত্যাদি।
তাঁর সাহিত্যচর্চার মূল উপজীব্য ছিল পল্লীজীবন, মফস্বল শহরের মধ্যবিত্ত সমাজ ও কলকাতার নাগরিক জীবন। তিনি বলেছিলেন, “আমার কোন রচনাতেই অপরিচিতদের পরিচিত করবার উৎসাহ নেই। পরিচিতরাই সুপরিচিত হয়ে উঠেছে।”
চলচ্চিত্রে রূপায়ণ: তাঁর লেখা থেকে নির্মিত হয়েছে সত্যজিৎ রায়ের মহানগর, রাজেন তরফদারের পালঙ্ক, এবং হিন্দি চলচ্চিত্র সৌদাগর, যার উৎস ছিল তাঁর রস গল্পটি।
বার পড়া হয়েছে
বইসমগ্র