@লেখক
কালিকানন্দ অবধূতের সংক্ষিপ্ত জীবনী
কালিকানন্দ অবধূত (আসল নাম: দুলালচন্দ্র মুখোপাধ্যায়) (২ নভেম্বর ১৯১০ – ১৩ এপ্রিল ১৯৭৮) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও তন্ত্রসাধক। তিনি কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন। প্রথমা স্ত্রীর মৃত্যু ও পুত্র অমল মুখোপাধ্যায়ের জন্মের পর তিনি উজ্জয়িনীর মহাকাল মন্দিরে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেন এবং 'কালিকানন্দ অবধূত' নামে পরিচিত হন। সন্ন্যাসজীবনে তার একটি ভৈরবী স্ত্রীও ছিলেন। হুগলির চুঁচুড়ায় তার প্রতিষ্ঠিত রুদ্রচণ্ডী মঠে তাঁর মৃত্যু হয়।
অবধূত জীবনের একটি অংশ গোপন বৈপ্লবিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। আত্মগোপনের জন্য তিনি ফরিদপুর (বাংলাদেশ), বর্মা (মিয়ানমার), উজ্জয়িনী, কাশী, মুর্শিদাবাদ, বর্ধমান, এমনকি পাকিস্তানের হিংলাজ মন্দির পর্যন্ত নানা স্থানে বসবাস করেন।
তিনি ‘অবধূত’ ছদ্মনামে সাহিত্য রচনা করেন এবং ১৯৫৪ সালে প্রকাশিত ‘মরুতীর্থ হিংলাজ’ উপন্যাসের মাধ্যমে ব্যাপক খ্যাতি লাভ করেন। এ উপন্যাস অবলম্বনে একটি জনপ্রিয় চলচ্চিত্র নির্মিত হয়, যেখানে অভিনয় করেন বিকাশ রায় ও উত্তমকুমার। তার অপর বিখ্যাত রচনা ‘উদ্ধারণপুরের ঘাট’ (১৯৬০)। তন্ত্রসাধনা, বীভৎস রস, গূঢ় যৌনতা, এবং ভয়াবহ কল্পনার মিশেলে তার রচনায় অনন্য বৈশিষ্ট্য গড়ে ওঠে, যদিও তা সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
প্রবল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও অবধূতের রচনার বিষয়বস্তু ও রীতিনীতিকে কেন্দ্র করে সাহিত্য সমাজে বিতর্কও তৈরি হয়। তবুও তিনি বাংলা সাহিত্যে এক ভিন্নধর্মী, রহস্যময় এবং শক্তিশালী লেখক হিসেবে স্মরণীয়।
বার পড়া হয়েছে
বইসমগ্র