Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
No results found
  • হোম
জয় গোস্বামী

@লেখক

জয় গোস্বামী জীবনী

জয় গোস্বামী (জন্ম: ১০ নভেম্বর ১৯৫৪) একজন আধুনিক বাঙালি কবি, যিনি আধুনিক বাংলা কাব্যের উত্তর-জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় কণ্ঠরূপে পরিচিত। দুইবার আনন্দ পুরস্কার অর্জন করেছেন। বজ্রবিদ্যুৎ-ভর্তি খাতা কাব্যগ্রন্থের জন্য তিনি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কৃত হয়েছে।

কলকাতায় জন্ম, তবে শৈশব কাটেছে রানাঘাটে। বিপ্লবী রাজনীতিবিদ পিতার মৃত্যুতে মোকাবেলা করেছেন অথৈ দুঃখ–দুঃস্বপ্ন। প্রারম্ভিক লেখালেখি শুরু ১৩–১৪ বছর বয়সে, পূর্ণতা পায় ১৬–১৭ বছর বয়সে গান ও কবিতার মাধ্যমে। এক অনুষ্ঠানমঞ্চে ‘বনলতা সেন’ আবৃত্তি শুনে তাঁর কবিতার গঠন ও বিষয়বস্তুর অভিমুখ পাল্টে যায়।এরপর ১৯৭০-এর দশকে সম্পূর্ণ কবিতা লিখতে মনোনিবেশ করেন। ছোট পত্রিকা–সাময়িকীতে তার রচনাগুলো ছাপা শুরু হলে, দেশ পত্রিকা-কে ধন্য করে জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে।


জয় গোস্বামীর কাব্যগ্রন্থ:

প্রথম কাব্যগ্রন্থ: ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ (১৯৭৬)

এরপর: আলেয়া হ্রদ (১৯৮১), ভূতুমভগবান (১৯৮৮), ঘুমিয়েছো, ঝাউপাতা? (১৯৮৯), বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা (১৯৯৫), পাগলী, তোমার সঙ্গে (১৯৯৪), নুন (১৯৯৮), সূর্য পোড়া ছাই (১৯৯৯), জগৎবাড়ি (২০০০) ইত্যাদি।

সাম্প্রতিক প্রকাশ: দগ্ধ (২০২২), শান্তি (২০২৩)।


জয় গোস্বামীর বিখ্যাত কবিতা: ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ (১৯৭৬), আলেয়া হ্রদ (১৯৮১), উন্মাদের পাঠক্রম (১৯৮৬), ভূতুমভগবান (১৯৮৮), ঘুমিয়েছো, ঝাউপাতা? (১৯৮৯), পাগলী, তোমার সঙ্গে (১৯৯৪), বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা (১৯৯৫), ওঃ স্বপ্ন (১৯৯৬), পাতার পোশাক (১৯৯৭), বিষাদ (১৯৯৮), যারা বৃষ্টিতে ভিজেছিল (১৯৯৮), মা নিষাদ (১৯৯৯), সূর্য পোড়া ছাই (১৯৯৯), তোমাকে, আশ্চর্যময়ী (১৯৯৯), জগৎবাড়ি (২০০০), প্রেতপুরুষ ও অনুপম কথা (২০০৪), দগ্ধ (২০২২), শান্তি (২০২৩, বার্ণিক প্রকাশন), কবিতাসংগ্রহ ১–৬, আজ যদি আমাকে জিজ্ঞেস করো, নুন, দু' দন্ড ফেয়ারমত, সনতানসন্ততি, হরিণের জন্যে একক, আমরা সেই চারজন, একান্নবর্তী, গরাদ, গরাদ, নিশ্চিহ্ন, পড়ন্ত বেলার আলো, প্রাণহারা সন্দেশ, প্রায় শস্য, মায়ের সামনে স্নান করতে লজ্জা নেই, সপাং সপাং।


জয় গোস্বামীর উপন্যাস: হৃদয়ে প্রেমের শীর্ষ (১৯৯৪), মনোরমের উপন্যাস (১৯৯৪), সেইসব শেয়ালেরা (১৯৯৪), সুড়ঙ্গ ও প্রতিরক্ষা (১৯৯৫), রৌদ্রছায়ার সংকলন (১৯৮৮), সংশোধন বা কাটাকুটি (২০০১), সাঁঝবাতির রূপকথারা (২০০১), দাদাভাইদের পাড়া, ব্রহ্মরাক্ষস, সব অন্ধকার ফুলগাছ, এক প্রৌঢ়ের জবানবন্দি, গোসাইবাগান ১–৩, মধুদি, টাকা, নির্বাচিত সাক্ষাৎকার - জয় গোস্বামী, অর্থহারা একমুষ্ঠি বালি, ভগ্নাংশ নির্ণয়, জয়ের সুভাষ, জয়ের সুনীল, খাদ, জয়ের শক্তি।


প্রকাশিত বই ও রচনা সমগ্র

জয় গোস্বামী কবিতা সমগ্র, কবিতাসংগ্রহ ১–৬, জয় গোস্বামী কাব্যগ্রন্থ, নুন কবিতা, মেঘবালিকার জন্য রূপকথা, পাতার পোশাক, বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা ইত্যাদি।

পুরস্কার ও স্বীকৃতি

আনন্দ পুরস্কার: ঘুমিয়েছো, ঝাউপাতা? (১৯৯০), দ্বিতীয়বার (১৯৯৮)

সাহিত্য অকাদেমি পুরস্কার: পাগলী, তোমার সঙ্গে (২০০০)

বাংলা একাডেমি পুরস্কার, ভারতের ভাষা পরিষদ (২০১০), রচনা সমগ্র পুরস্কার (২০১১), বঙ্গবিভূষণ (২০১২), ‘পাতার পোশাক’–এর জন্য বীরেন্দ্র স্মৃতি পুরস্কার ইত্যাদি।


লেখার ভাব ও অনুপ্রেরণা

জয়জি নিজেই বলেন: “আমার প্রতিদিনের জীবনে মনের ভেতর যে ভাষা জন্মায় … তাকে ভাষা দেওয়ার চেষ্টা করি।” তাঁর কবিতায় ধারাবাহিক বিচ্ছেদের ইতিহাস, আত্মঘাতী জনপ্রিয় মানুষদের অন্তর্মুখী অনুভূতি এবং সূক্ষ্ম, বন্ধুত্বপূর্ণ আবেগের প্রকাশ চোখে পড়ে। প্রিয় কবি: রবীন্দ্রনাথ ঠাকুর ও শঙ্খ ঘোষ।

সারসংক্ষেপ

জয় গোস্বামী বাংলা সাহিত্যে এক অনন্য কাব্যরূপকার; তার জয় গোস্বামী কবিতা মেঘবালিকার জন্য রূপকথা–র মতো সৃষ্টিগুলো তাকে আধুনিক কাব্যে বিশিষ্টতা এনে দিয়েছে। তার কবিতা, যেমন বজ্রবিদ্যুৎ-ভর্তি খাতা, বাংলা সাহিত্যের পাঠকের হৃদয়ে এক গভীর রেখাচিত্র অঙ্কন করে যায়।


১১

বার পড়া হয়েছে

৫

বইসমগ্র

বইসমূহ
কবিতা