@লেখক
আহসান হাবীব এর জীবনী
আহসান হাবীব (২ ফেব্রুয়ারি ১৯১৭ – ১০ জুলাই ১৯৮৫) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কবি ও সাহিত্যিক। তিনি স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাহিত্য জগতে এক অভিভাবকসুলভ ভূমিকা পালন করেন। চল্লিশের দশকের অন্যতম আধুনিক কবি হিসেবে তিনি স্বীকৃত ছিলেন এবং দীর্ঘ সময় ধরে 'দৈনিক বাংলা' পত্রিকায় সাহিত্য সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর অসামান্য সাহিত্য অবদানের জন্য তিনি ১৯৭৮ সালে একুশে পদক এবং ১৯৯৪ সালে (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
জন্ম ও শিক্ষাজীবন
আহসান হাবীবের জন্ম পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে, ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি। পিতা হামিজুদ্দীন হাওলাদার ও মাতা জমিলা খাতুনের নয় সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ছোটবেলা থেকেই সাহিত্যপ্রেমী পরিবেশে বেড়ে উঠার কারণে লেখালেখির প্রতি ঝোঁক তৈরি হয়। পিরোজপুর গভর্নমেন্ট স্কুল থেকে ১৯৩৫ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি বরিশালের বিএম কলেজে ভর্তি হন, কিন্তু আর্থিক সংকটে পড়াশোনা অসমাপ্ত রেখে ১৯৩৬ সালের শেষের দিকে কলকাতায় চলে যান কাজের খোঁজে।
সাহিত্যিক জীবন ও কর্ম
মাত্র ১৫ বছর বয়সে স্কুল ম্যাগাজিনে তার প্রথম প্রবন্ধ ‘ধর্ম’ প্রকাশিত হয়। ১৯৩৪ সালে ‘মায়ের কবর পাড়ে’ নামে তার প্রথম কবিতা ছাপা হয়। ছাত্রাবস্থায়ই তার কবিতা ও লেখা প্রকাশিত হতে থাকে দেশ, মাসিক মোহাম্মদী, ও সাপ্তাহিক বিচিত্রা-র মতো বিখ্যাত পত্রিকায়। কলকাতায় ১৯৩৭ সালে তকবির পত্রিকায় সহ-সম্পাদক পদে কর্মজীবন শুরু করেন। এরপর বুলবুল, সওগাত পত্রিকা ও আকাশবাণী কলকাতা কেন্দ্র-এ স্টাফ আর্টিস্ট হিসেবে ১৯৪৩ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত কাজ করেন।
ব্যক্তিগত জীবন
১৯৪৭ সালের ২১ জুন তিনি বিয়ে করেন বগুড়ার সুফিয়া খাতুনকে। তাঁদের দুই কন্যা ও দুই পুত্র ছিল। তাঁর পুত্র মঈনুল আহসান সাবের একজন স্বনামধন্য ঔপন্যাসিক ও প্রকাশনা প্রতিষ্ঠান ‘দিব্যপ্রকাশ’-এর প্রতিষ্ঠাতা।
মৃত্যু
আহসান হাবীব ১৯৮৫ সালের ১০ জুলাই পরলোকগমন করেন।
রচনাসমগ্র
আহসান হাবীবের কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্প, প্রবন্ধ ও শিশুতোষ রচনাসহ সর্বমোট বইয়ের সংখ্যা ২৫টি।
আহসান হাবীবের কাব্যগ্রন্থ: রাত্রিশেষ (১৯৪৭), ছায়াহরিণ (১৯৬২), সারা দুপুর (১৯৬৪), আশায় বসতি (১৯৭৪), মেঘ বলে চৈত্রে যাবো (১৯৭৬), দু'হাতে দুই আদিম পাথর (১৯৮০), প্রেমের কবিতা (১৯৮১), বিদীর্ণ দর্পণে মুখ (১৯৮৫), সোনার বাংলা(১৯৭১)
আহসান হাবীব এর বিখ্যাত কবিতা: আশা নিরাশা, ছায়াহরিণ, রাত্রি ও চারজন পুরুষ ইত্যাদি তাঁর অন্যতম উল্লেখযোগ্য কবিতা।
আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? — তাঁর প্রথম কাব্যগ্রন্থের নাম ‘রাত্রি ও চারজন পুরুষ’।
আহসান হাবীবের উপন্যাস- রাণী খালের সাঁকো (১৯৬৫), আরণ্য নীলিমা (১৯৬০), জাফরানী রং পায়রা
আহসান হাবীবের শিশু সাহিত্য: রত্নদ্বীপ (ট্রেজার আইল্যান্ডর সংক্ষিপ্ত অনুবাদ), জোছনা রাতের গল্প, ছুটির দিন দুপুরে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, রেলগাড়ি ঝমামমে, রাণীখালের সাঁকো, জ্যোৎস্না রাতের গল্প, ছোট মামা দি গ্রেট, পাখিরা ফিরে আসে, হাজীবাবা, প্রবাল দ্বীপে অভিযান (কোরাল আইল্যান্ডর সংক্ষিপ্ত অনুবাদ
আহসান হাবীবের কবিতা আধুনিকতা, প্রেম, মানুষের একাকিত্ব এবং সামাজিক বাস্তবতার নিখুঁত চিত্র তুলে ধরে, যা বাংলা সাহিত্যে তাঁর অবস্থানকে দৃঢ় করেছে।
বার পড়া হয়েছে
বইসমগ্র