@লেখক
আনিসুল হক (জন্ম: ৪ মার্চ ১৯৬৫) একজন বাংলাদেশী কবি, লেখক, নাট্যকার ও সাংবাদিক। তিনি বর্তমানে দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিখ্যাত বই "মা" মুক্তিযুদ্ধের সত্য ঘটনা নিয়ে রচিত, যা ইংরেজি ও ওড়িয়া ভাষায় অনূদিত হয়েছে।
### জন্ম ও শিক্ষা:
নীলফামারী জেলায় জন্মগ্রহণকারী আনিসুল হক রংপুর জিলা স্কুল ও কারমাইকেল কলেজ থেকে মেধাতালিকায় স্থান সহ এসএসসি ও এইচএসসি পাস করেন। পরে তিনি বুয়েট থেকে পুরকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
### কর্মজীবন:
সংক্ষিপ্ত সময় রেলওয়ে বিভাগে চাকরি করার পর তিনি সাংবাদিকতায় যোগ দেন। দৈনিক প্রথম আলো, ভোরের কাগজসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।
### সাহিত্যকর্ম:
- **উপন্যাস**: *মা*, *আয়েশামঙ্গল*, *জিম্মি*, *৫১ বর্তী*।
- **কবিতা**: *খোলা চিঠি সুন্দরের কাছে*, *জলরংপদ্য*।
- **ব্যঙ্গরচনা**: *গণতান্ত্রিক ফ্যান্টাসি*, *ছাগলতন্ত্র*।
- **নাটক/চিত্রনাট্য**: *নাল পিরান*, *৫১বর্তী*, *ব্যাচেলর* (চলচ্চিত্র)।
### পুরস্কার:
বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (২০১২), পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো পুরস্কার (২০১৯) সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন।
তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।
বার পড়া হয়েছে
বইসমগ্র