@লেখক
আখতারুজ্জামান ইলিয়াসের সংক্ষিপ্ত জীবনী
আখতারুজ্জামান ইলিয়াস (১২ ফেব্রুয়ারি ১৯৪৩ – ৪ জানুয়ারি ১৯৯৭) বাংলা সাহিত্যের এক বিশিষ্ট কথাসাহিত্যিক, যিনি তাঁর উপন্যাস ও ছোটগল্পের মধ্য দিয়ে আধুনিক নগরজীবন, গ্রামীণ বাস্তবতা ও রাজনৈতিক-সামাজিক দ্বন্দ্ব অত্যন্ত সংবেদনশীলভাবে উপস্থাপন করেছেন। তাঁর জন্ম গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর থানার গোপালপুর গ্রামে। পিতা প্রখ্যাত রাজনীতিবিদ ও ভাষাসৈনিক প্রফেসর গনি।
ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। তিনি সরকারি কলেজে শিক্ষকতা করেন, পরবর্তীতে জগন্নাথ কলেজে বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর দুটি উপন্যাস—“চিলেকোঠার সেপাই” এবং “খোয়াবনামা”—বাংলা সাহিত্যের অনন্য সৃষ্টি হিসেবে বিবেচিত। এছাড়া তাঁর ছোটগল্প সংকলন যেমন “দোজখের ওম”, “খোয়াবনামা”, “অনন্য গল্পসমগ্র” ইত্যাদি পাঠকসমাজে বিপুলভাবে প্রশংসিত হয়েছে।
তিনি ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। ১৯৯৭ সালের ৪ জানুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
বার পড়া হয়েছে
বইসমগ্র