Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
No results found
  • হোম
আলাউদ্দিন আল আজাদ

@লেখক

আলাউদ্দিন আল আজাদের সংক্ষিপ্ত জীবনী

আলাউদ্দিন আল আজাদ (৬ মে ১৯৩২ – ৩ জুলাই ২০০৯) ছিলেন একজন খ্যাতিমান বাংলাদেশি ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক ও অধ্যাপক। আশাবাদী সংগ্রামী মনোভাব এবং নাগরিক জীবনের বিকার তাঁর সাহিত্যিক রচনার মূল বৈশিষ্ট্য। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন। তাঁর প্রথম উপন্যাস ‘তেইশ নম্বর তৈলচিত্র’ ১৯৬০ সালে প্রকাশিত হয়।


তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স (১৯৫৩ ও ১৯৫৪) সম্পন্ন করেন এবং ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ঈশ্বরগুপ্ত সম্পর্কিত গবেষণায় পিএইচডি অর্জন করেন।


পেশাগত জীবনে তিনি বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন এবং পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে অবসর নেন। তিনি শিক্ষা সচিব, সংস্কৃতি উপদেষ্টা ও বিভিন্ন সরকারি দায়িত্বেও নিযুক্ত ছিলেন।


২০০৯ সালের ৩ জুলাই তিনি ঢাকার উত্তরায় নিজ বাসভবন ‘রত্নদ্বীপ’-এ বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। বাংলাদেশের সাহিত্য ও শিক্ষা জগতে তাঁর অবদান স্মরণীয়।

০

ফলোয়ার্স

১

বইসমগ্র

বইসমূহ
উপন্যাস
ছোটগল্প
প্রবন্ধ রচনা
নাটক
কাব্য ও কবিতা