
হুমায়ুন আহমেদের হিমু চরিত্র

মৃদুল চৌধুরী
| মৃদুল চৌধুরী | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনমৃদুল চৌধুরী১৫ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বাংলা সাহিত্যের রহস্যময় এবং ব্যতিক্রমী চরিত্রগুলোর মধ্যে যদি একটি নাম বারবার ফিরে আসে, তবে তা নিঃসন্দেহে হিমু। হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে খালি পায়ে রাস্তায় ঘোরাফেরা করা, হাতে কোনো ব্যাগ নেই, জীবনের কোনো স্থির পরিকল্পনা নেই—তবু যেন তার চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। হিমু সেই চরিত্র, যে নিয়মের বাইরে হাঁটে, প্রচলিত সমাজব্যবস্থাকে অস্বীকার করে, অথচ তার ভাবনায় লুকিয়ে থাকে মানবিকতা, প্রেম, আত্মজিজ্ঞাসা ...