
বড় হলে কেন মানুষের মানসিক চাপ বাড়ে?

মেঘ বালিকা
| মেঘ বালিকা | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনমেঘ বালিকা২৯ আগস্ট ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
=মানবজীবন এক অবিশ্বাস্য ভ্রমণ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ধাপে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং দায়িত্বের মুখোমুখি হতে হয়। ছোটবেলায় জীবন তুলনামূলকভাবে নির্ভার ও আনন্দঘন থাকে। পড়াশোনা, খেলাধুলা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো এসবই তখনকার দুশ্চিন্তার সীমা। কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের চিত্রপট বদলে যায়। দায়িত্ব বাড়তে থাকে, প্রত্যাশা বেড়ে যায়, আর এর সাথে পাল্লা দিয়ে বাড়...