পাওয়া ও না পাওয়া

পাওয়া ও না পাওয়া

রবীন্দ্রনাথ ঠাকুর

পাওয়া ও না পাওয়া

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconপ্রবন্ধ রচনা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

সেই পাওয়াতেই মানুষের মন আনন্দিত যে পাওয়ার সঙ্গে না-পাওয়া জড়িত হয়ে আছে।

যে-সুখ কেবলমাত্র পাওয়ার দ্বারাই আমাদের উন্মত্ত করে তোলে না– অনেকখানি না-পাওয়ার মধ্যে যার স্থিতি আছে বলেই যার ওজন ঠিক আছে, সেইজন্যেই যাকে আমরা গভীর সুখ বলি–অর্থাৎ, যে-সুখের সকল অংশই একেবারে সুস্পষ্ট সুব্যক্ত নয়, যার এক অংশ নিগূঢ়তার মধ্যে অগোচর, যা প্রকাশের মধ্যেই নিঃশেষিত নয়, তাকেই আমরা উচ্চ শ্রেণীর সুখ বলি।

পে...

Loading...