
গল্প থেকে উপন্যাস পড়া বেশী ভালো কেনো?

আমি তথ্য
গল্প আর উপন্যাস দুটোই সাহিত্য, কিন্তু উপন্যাস পড়ার কিছু বিশেষ সুবিধা আছে, যা অনেক সময় গল্প থেকে বেশি প্রভাব ফেলে।
গল্প বনাম উপন্যাস
১. সময় ও গভীরতা
গল্প সাধারণত ছোট হয়, কয়েকটা চরিত্র, সীমিত ঘটনা আর সংক্ষিপ্ত বার্তা নিয়ে গড়ে ওঠে।
উপন্যাস দীর্ঘ হয়, সেখানে সময় নিয়ে চরিত্র, সমাজ, ঘটনা আর আবেগ গড়ে ওঠে। পাঠক অনেক গভীরভাবে ডুবে যেতে পারেন।