
উইলিয়াম শেকসপিয়র: অনন্ত সাহি...

আমি তথ্য
সাহিত্যের ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যাঁরা কেবলমাত্র তাঁদের সময়কে নয়, বরং পরবর্তী শতাব্দীর পাঠক ও দর্শকদেরও সমানভাবে আলোড়িত করে চলেছেন। সেইসব কিংবদন্তি ব্যক্তিত্বের মধ্যে সর্বাগ্রে যাঁর নাম উচ্চারিত হয় তিনি হলেন উইলিয়াম শেকসপিয়র। তাঁকে বলা হয় “The Bard of Avon” বা “এভনের কবি”। নাট্যকার, কবি, অভিনেতা—এই তিনটি পরিচয়ের ভেতর দিয়েই তিনি আজও আমাদের কাছে বেঁচে আছেন। পৃথিবীর প্রায় সব ভাষা...